Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Minutes and Important Decisions

উপজেলা আইন-শৃংখলা কমিটির ২২/০৫/২০১৩ খ্রিঃ তারিখে অনুষ্ঠিত সভার কার্যবিবরনীঃ

 

 

 

সভাপতি                   ঃ জনাব মোঃ শাহগীর আলম

                     উপজেলা নির্বাহী অফিসার

                     লাকসাম, কুমিল্লা।

 

সভার স্থান       ঃ উপজেলা পরিষদ মিলনায়তন।

সভার তারিখ     ঃ ২২/০৫/২০১৩ খ্রিঃ। সময়ঃ- সকাল ১১-৩০ ঘটিকা।

সভায় উপস্থিতি  ঃ পরিশিষ্ট ’’ক’’ দ্রষ্টব্য।

 

           সভার শুরুতেই সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে  সভার কাজ শুরু করেন। অতঃপর সভাপতি বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনান হয় এবং কারো কোন আপত্তি না থাকায় সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়।  সভাপতি মহোদয় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আইন-শৃংখলা সম্পর্কে বক্তব্য রাখার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ জানান।

 

ভারপ্রাপ্ত কর্মকর্তালাকসাম থানাএর প্রতিনিধি সভায় জানান যে, মে/১৩ মাসের   নারী ও শিশু ১০টিসহ অন্যান্য বিভিন্ন মামলা ১০টি রুজু হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য তেমন কোন মামলা নেই। তিনি আরো  জানান যে, মাননীয় জাতীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসারের দিক নির্দেশনায় আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। লাকসামে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে মদ, গাঁজা, ফেনসিডিল, চাঁদাবাজি, ইভটিজিং সহ সকল প্রকার অবৈধ কার্যকলাপ বন্ধের লক্ষ্যে আইন-শৃংখলা বাহিনী সর্বাত্নক চেষ্টা অব্যাহত আছে। লাকসাম উপজেলার আইন-শৃংখলার সার্বিক পরিস্থিতি ভাল।

 

 

 

সর্বোপরি লাকসাম উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি ভবিষ্যতে আরো উন্নতি হবে এ আশা ব্যক্ত করে তিনি তার বক্তব্য শেষ করেন।

 

সিদ্ধান্তঃ লাকসাম উপজেলার আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে মদ, গাঁজা, ফেনসিডিল, চাঁদাবাজি, ইভটিজিং   সকল প্রকার অবৈধ কার্যকলাপ বন্ধের লক্ষ্যে সর্বাত্বক চেষ্টা অব্যাহত থাকবে।

বাস্তবায়নেঃ ভারপ্রাপ্ত কর্মকর্তা লাকসাম থানা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা রেলওয়ে থানা, লাকসাম।

০২। (ক) চেয়ারম্যান আজগরা, উত্তরদা ও কান্দিরপাড়  ইউপি, লাকসাম  সভায় জানান যে, রেললাইন উপড়ে যেন উপড়ে তুলে না ফেলতে পারে এগুলোর প্রতি লক্ষ্য রাখার জন্য  ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ জানান।

       (খ) সকল চেয়ারম্যান সভায় জানান যে, বর্তমান দেশের  প্রেক্ষাপট আইন-শৃংখলার উন্নতি জন্য লাকসাম থানার আইন-শৃংখলা বাহিনী সর্বদা সজাগ থাকার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেন।

 

 

লাকসাম এর গ্রামে-গঞ্জে ও পাড়াতে যাতে সন্ত্রাসী কর্মকান্ড ও সন্ত্রাসীরা মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করতে না পারে সে সংক্রান্তে ভারপ্রাপ্ত কর্মকতা , লাকসাম থানার  দৃষ্টি আকর্ষণ করেন।

তারা সভায় আরোও জানান যে, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন ওয়াজের মাধ্যমে মুসলমানদেরকে উস্কানী মূলক বক্তব্য  দেয় । আমরা আহবান জানাই  ঐ ধরনের বক্তব্য  না দেয়ার জন্য।

৩। মাদকদ্রব্য, যৌতুক, নারী ও শিশু নির্যাতন ইত্যাদি সংক্রান্তঃ ভারপ্রাপ্ত কর্মকর্তা লাকসাম থানা এর প্রতিনিধি সভায় আরো জানান যে, মাদকদ্রব্য, যৌতুক, নারী ও শিশু নির্যাতন ইত্যাদি রোধকল্পে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়সহ থানার আইন-শৃংখলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।  তিনি আরো জানান  যে কোন ধরনের সংবাদ পাওয়ার পর থানাকে অবহিত করার জন্যও সকলের  প্রতি আহবান জানান।

 

           ৪।   দৌলতগঞ্জ বাজার ও বাইপাস যানজট সংক্রান্তঃ-ভারপ্রাপ্ত কর্মকর্তা লাকসাম থানার প্রতিনিধি সভায় জানান যে, যানজটের ব্যাপারে আইন-শৃংখলা বাহিনী  তৎপর রয়েছে। লাকসাম বাইপাসে সিএনজি, রিক্সা ও অটোরিকসাগুলি যাথে রাস্তার দুইপাশে রাখা না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান। বাইপাসে বাস যাতে দাড়িয়ে থেকে যাত্রী উঠা নামা না করে সে ব্যাপারেও ব্যবস্থা নিতে হবে বলে তিনি জানান। তিনি আরও জানান যে, সকাল ১০.০০টা হতে বিকেল ০৫.০০টা পর্যন্ত যাতে মালবাহী ট্রাক ডুকতে না পারে সে ব্যাপারে বাজার কমিটি এবং মেয়র লাকসাম পৌরসভাকে গুরুত্বসহকারে পদক্ষেপ নিতে হবে এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারকে লাকসাম বাজার এবং বাইপাসে মোবাইলকোর্ট পরিচালনার জন্য অনুরোধ জানান।

৫। জঙ্গীবাদ/সন্ত্রাসবাদ সংক্রান্তঃ  জঙ্গীবাদ/সন্ত্রাসবাদ সম্পর্কে পদক্ষেপ নেয়ার জন্য মাননীয় জাতীয় সংসদ সদস্য, কুমিল্লা-৯, মহোদয় সভার সকল সদস্যগণকে দিক নির্দেশনা প্রদান করেন। তিনি সভায়  জানান  যে, এ উপজেলায়  জঙ্গীবাদ/সন্ত্রাসবাদ  সম্পর্কিত  কোন  তথ্য কারো  গোচরীভূত  হলে  তাৎক্ষণিকভাবে  ভারপ্রাপ্ত কর্মকর্তা, লাকসাম  থানাসহ উপজেলা নির্বাহী অফিসারকে  অবহিত  করার জন্য সভার সম্মানিত সকল সদস্যগণকে অনুরোধ জানান। তাছাড়া বর্তমান দেশের প্রেক্ষাপটে এ উপজেলায় যাতে জঙ্গীবাদ/সন্ত্রাসের ঘটনা ঘটতে না পারে সে সম্পর্কে কঠোর সজাগ দৃষ্টি রাখার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অনুরোধ জানান। মাদক দ্রব্য সেবন ও নারী নির্যাতনের কোন ঘটনা না ঘটে সে দিকেও সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করেন।     ঃ

 

 

 ০২ঃ

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

       সিদ্ধান্তঃ  জঙ্গীবাদ/সন্ত্রাসবাদ বিরোধী  প্রচার অভিযান ও  জনসচেতনতামূলক কর্মসূচী গ্রহণ করার জন্য সকল ইউ,পি চেয়ারম্যানগণকে অনুরোধ করার  সিদ্ধান্ত গৃহীতহয়।

 

      বাস্তবায়নেঃ ভারপ্রাপ্ত কর্মকর্তা,লাকসাম থানা, ও চেয়ারম্যান সকল ইউ,পি,লাকসাম।

      উপজেলা চেয়ারম্যান,লাকসাম, মহোদয়ের বক্তব্য ঃচেয়ারম্যান  মহোদয়ের  জানান যে, লাকসাম থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভাল। সন্ত্রাসীরা মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করতে না পারে  ভারপ্রাপ্ত কর্মকর্তা, লাকসাম থানায় দৃষ্টি আকর্ষণ করেন।

 

ভাইস চেয়াম্যান এর  বক্তব্যঃ  ভাইস চেয়ারম্যান সভায় জানান যে, লাকসামের  মুচি বাড়ীর পার্শ্বে  রাস্তা পাকাকরণ, একটি ডাষ্টবিন তৈয়ার করার জন্য এবং  বাজারের  গরু জবাইয়ের  স্থান নির্ধারণ, নির্ধারিত স্থানে ময়লা ফেরার জন্য  মেয়র, পৌরসভা, লাকসাম এর দৃষ্টি আকর্ষণ করেন।

 

    সভাপতি সভায় জানান যে, এ উপজেলায় যাতে চুরি, ডাকাতি, অসামাজিক কার্যকলাপ, বাল্য বিবাহ ও নারী নির্যাতনের ঘটনা না ঘটে সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য সকলকে অনুরোধ জানান।  তিনি স্কুল/কলেজে মেয়েদের উত্ত্যক্ত করার বিষয়ে স্কুল/কলেজের প্রধান এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ভারপাপ্ত কর্মকর্তাসহ সবাইকে নিয়ে সভা করার পুনরায় অনুরোধ জানান। সংশি­ষ্ট এলাকবাসীর সমন্বয়ে শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের উত্ত্যক্ত বিরোধী প্রচার অভিযান ও জনসচেতনাতমূলক কর্মসূচী গ্রহণ করার জন্য পুনরায় ইউপি চেয়ারম্যানসহ সংশি­ষ্ট সকলকে অনুরোধ করেন।

 

 

            সভায় আর কোন আলোচনার বিষয় না থাকায় সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

 

                                                                                                        স্বাক্ষরিত

 

              (মোঃ শাহগীর আলম)

             উপজেলা নির্বাহী অফিসার

              লাকসাম, কুমিল্লা।

                ফোন- ০৮০৩২-৫১৪০০

                                                                                                                     unolaksam@ mopa. gov. bd

 

স্মারক নং- ০৫.৪২.১৯৭২.০০৬.০০.০১০.১৩-                                                                তারিখঃ ০২/০৬/২০১৩ খ্রিঃ।

 

      অনুলিপি সদয় অবগতির জন্য প্রেরণ করা হলোঃ

 

১। মাননীয় জাতীয় সংসদ সদস্য, কুমিল­া-৯, লাকসাম, কুমিল্লা।                        

২। সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

৩। জেলা প্রশাসক, কুমিল্লা।

৪। পুলিশ সুপার, কুমিল্লা ।                                                    সদয় অবগতির জন্য।

৫। চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান,

     উপজেলা পরিষদ, লাকসাম, কুমিল্লা ।

৬। মেয়র, লাকসাম পৌরসভা।

৭। উপজেলা.......................................অফিস (সকল), লাকসাম, কুমিল্লা।                অনুলিপি অবগতি ও কার্যার্থে।

৮। চেয়ারম্যান.......................................(সকল) ইউপি, লাকসাম।

৯। জনাব.............................................

 

 

 

                                                                                                   উপজেলা নির্বাহী অফিসার

                                                                             লাকসাম, কুমিল্লা।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

     গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ  সরকার

                                                     উপজেলা পরিষদ কার্যালয়      

                                                                     লাকসাম, কুমিল্লা।

মে-২০১৩ মাসে অনুষ্ঠিত উপজেলা পরিষদ সভার কার্যবিবরণী ।

সভাপতি   ঃ  জনাব মোঃ মজির আহমদ

                 চেয়ারম্যান, উপজেলা পরিষদ

     লাকসাম, কুমিল্লা।                       

তারিখ     ঃ/০৫/২০১খ্রিঃ সময়ঃ সকাল  ১০:০ ঘটিকা।

সভার স্থান  ঃউপজেলা  পরিষদ মিলনায়তন।

                      উপস্থিত সদস্যবৃন্দ, পরিশিষ্ট ‘‘ক’’।

          সভাপতি মহোদয় উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে সভা পরিচালনার জন্য অনুরোধ করেন। অতঃপর তিনি বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শুনান এবং কারো কোন আপত্তি না থাকায় তা সর্বসম্মতিক্রমে দৃঢ়ীকরণ করা হয়।

          ০২। বিভাগীয় আলোচনা ও সিদ্ধান্তসমূহঃ

(ক) উপজেলা প্রকৌশলী  বিভাগঃ  উপজেলা প্রকৌশলী ,লাকসাম সভায় জানান যে, চলিত ২০১২-১৩অর্থ বছরের এডিপি প্রকল্পের আওতায় গৃহীত ৭২টি স্কীমের মধ্যে প্রকল্পে কমিটির মাধ্যমে ১৬টি স্কীমের মধ্যে ১২টি সমাপ্ত এবং বাকী ০৪টি ও প্রায় সমাপ্তির পর্যায়। টেন্ডারের মাধ্যমে ০৭টি প্যাকেজে মোট ৫৬টি স্কীমের মধ্যে বাকই ইউনিয়নে০১টি মুদারগঞ্জ ইউপিতে ১১টি কান্দিরপাড় ইউপিতে০৭টি,গোবিন্দপুর ইউপিতে০৩টি উত্তরদা ইউপিতে০১টি আজগরা ইউপিতে ০৩টি এবং লাকসাম পূর্ব ইউপিতে ০৩টি সমাপ্ত। টেন্ডারের কাজ গyুলর অগ্রগতি কম থাকায় সভায় বিস্তারিত আলোচনার পর সংশ্লিষ্ট ঠিকাদারকে নিধারীত সময়ের মধ্যে কাজ সমাপ্তি জন্য তাগিদ পত্র জারীর সিদ্ধান্ত গৃহীত হয়।

উপজেলাপ্রকৌশলী আরও জানান যে, কার্যস্থলের বর্তমান অবস্থার প্রেক্ষিতে অনুমোদিত কযেকটি স্কীম ও একটি স্কীমের প্রাক্কলন সংশোধনের জন্য উত্তরদা ইউপি ও মুদাফগঞ্জ ইউপির চেয়ারম্যানগন আবেদন করেন। বিস্তারিত আলোচনার পর বাস্তবতার আলোকে জনস্বার্থে নিম্নবর্নিত স্কীম সমুহ পরিবর্তন ও একটি স্কীমের প্রাক্কলন সংশোধনের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

ইউনিয়নের নাম

         পূর্বের অনুমোদিত স্কীমের নাম

             বর্তমানে পরিবর্তীত স্কীমের নাম

উত্তরদা

আতাকরা রশিদ চেয়ারম্যানের বাড়ীর পার্শ্বে প্যালা ওয়াল নির্মাণ

আতাকরা স্কুল সংলগ্ন রাস্তার পার্শ্বে ধারক দেওয়াল নির্মাণ পুর্বের অনুমোদিত বরাদ্দের মধ্যে।

মুদাফরগঞ্জ

শ্রীয়াং বাজারের পশ্চিমপার্শ্বে চৌকিদার বাড়ীর সংলগ্ন পুকুরের ঘার্টলা নির্মাণ

শ্রীয়াং মিয়া গাজীবাড়ি সংলগ্ন মসজিদের পার্শ্বে ঘাটলা নির্মান (পূর্বের অনুমোদিত বরাদ্দের মধ্যে)

মুদাফরঞ্জ

ফুলহরা মুকবুন্নেছা বাড়ীর দক্ষিন পার্শ্বে প্যালাওয়াল নির্মাণ।

পূর্বের অনুমোদিত বরাদ্দের মধ্যে কাজের প্রাক্কলন সংশোধন।

(খ) বিবিধ আলোচ্য সূচিতে উপজেলা পরিষদের আইন ১৯৯৮ এর ৩৮ ধারা অনুসরনপূর্বক ২০১৩-২০১৪অর্থ বছরের উপজেলা পরিষদের বাজেট প্রনয়নপূর্বক বিষয়টি ক্রমিক নং ০২ এজেন্ডাতে সংশোধন করা হলো। এবং বাজেট পরিশিষ্ট ‘‘খ’’

সভাপতি  মহোদয় সভায় জানান যে, বিস্তারিত আলোচনান্তে  উপজেলা পরিষদের আইন১৯৯৮ এর ৩৮ ধারা অনুসরনপূর্বক ২০১৩-২০১৪অর্থ বছরের উপজেলা পরিষদের বাজেট অনুমোদন দেয়া হলো।

 

 (গ) উপজেলা  পঃপঃ বিভাগঃউপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা,  লাকসাম সভায় জানান যে, তাঁর স্বাস্থ্য বিভাগের কাজকর্ম স্বাভাবিক ভাবে চলছে। কাজকর্মে কোন সমস্যা নেই। 

             (ঘ) উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগঃউপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সভায় জানান যে,  ২০১২-২০১৩ অর্থ বছরে  জন্য কাবিখা টি, আর সহ সকল উন্নয়ন মূলক কার্যক্রমের অগ্রগতির পরিমাণ সভায় উপস্থাপন করেন। কাজের অগ্রগতির নিম্নরূপঃ

ক্রঃ নং

খাত

বরাদ্দকৃত খাদ্যশস্যে পরিমান(মেঃটন)

গৃহিত প্রকল্প

সংখ্যা

শুরু হওয়া প্রকল্প সংখ্যা

ব্যয়িত খাদ্যশস্য

(মেঃটন)

কাজের অগ্রগতি

(%)

সমাপ্ত

কৃত প্রকল্প সংখ্যা

মন্তব্য

১।

গ্রামীন অবকাঠামো সংষ্কার(কাবিখা-সাধারন-১ম পর্যায়)

২২৭.২৬৭৪

২৪

২৪

২১৮.০

৯০%

২১

-

২।

গ্রামীন অবকাঠামো সংষ্কার(কাবিখা-সাধারন-২য় পর্যায়)

২২৭.২৬৭৪

২৬

২৬

১৬০.০

৭০%

১০

-

৩।

গ্রামীন অবকাঠামো সংষ্কার(কাবিখা নির্বাচনী এলাকা-১ম পর্যায়)

১২০.০

১৫

১৫

১১০.০

৯৭%

১৪

-

৪।

গ্রামীন অবকাঠামো সংষ্কার(কাবিখা-সাধারন-২য় পর্যায়)

১২০.০

১৪

১৩

১০৪.০

৮৭%

১০

-

৫।

গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টি,আর-সাধারন-১ম)কর্মসূচী

২০৫.১৯৬২

৮৫

৮৫

২০৫.১৯৬২

১০০%

৮৫

-

৬।

গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টি,আর-সাধারন-২য়)কর্মসূচী

২০৫.১৯৬২

১৩৮

১৩৫

১৬৪.০

৮০%

৭০

-

৭।

গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টি,আর নিবার্চনী এলাকা-১ম)কর্মসূচী-

১৫০.০

৬৬

৬৬

১৫০.০

১০০%

৬৬

-ঃ

 ০২ঃ

 

গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টি,আর নিবার্চনী এলাকা-২য়)কর্মসূচী

১৯০.০

৯০

৮৬

১৫২.০

৮০%

৭০

-

গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টি,আর পৌরসভা১ম)কর্মসূচী

৩২.৫৫৬৩

১৬

১৬

৩২.৫৫৬৩

১০০%

১৬

-

গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ(টি,আর পৌরসভা ১ম)কর্মসূচী

৩২.৫৫৬৩

২১

২১

১৬.০

৮০%

১০

-

১০

অতিদরিদ্রের জন্য কর্মসংস্থান কর্মসূচী (১ম পর্যায়)

২৪,৭১০০০/-

১৪

১৪

২৪,৩০৯২৫/-

১০০%

১৪

কার্ড  সংখ্যা= ৩৫৩টি

১১

অতিদরিদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (২য় পর্যায়)

২৫,১৩,০০০/-

১৮

১৮

১৪৮২৬০০/-

৬০%

-

কার্ড সংখ্যা

১২

ব্রীজ/কালভার্ট নির্মাণ কর্মসূচী

৪৩,৯৯,৩৩১/-

১৪০০০০০/-

৮০%

-

-

 

দূযোর্গ জনিত ঝুকিহ্রাস কর্মসূচীর আওতায় বিতরণকৃত ও আদায়কৃত ঋণের অর্থের হিসাব বিবরণী।

ক্রমিক নং

উপকারভোগী র সংখ্যা

বিতরনকৃত মোট টাকার পরিমান

অনুমোদনর টাকার পরিমান

 

ঋণের মূল টাকার পরিমাণ

সার্ভিস র্চাজ

মোট আদায়যোগ্য টাকার পরিমাণ

আদায়কৃত টাকার পরিমাণ

বকেয়া অনদায়ী টাকার পরিমাণ

সরকারী কোষাগারে জমাকৃত টাকার পরিমাণ

আদায়ের অগ্রগতি

(%)

২১৯(২২২)

১৬,৮৫,০০০/-

৪,০৫,০০০/-

১২,৭৯,৫০০/-

৫১,১৮০/-

১৩,৩০,৬৮০/-

১২,৩৫,৮০৭/-

৯৪,৮৭৩/-

১১,৭৬,৫৬৩/-

৯৩%

সভায় কাবিখা, টি,আর সহ সকল কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল কে অনুরোধ জানানো হয়।

(ঙ) উপজেলা যুব উন্নয়ন বিভাগঃ উপজেলা যুব উন্নয়ন অফিসার সভায় জানান যে,  তার অফিসে কাজকর্ম স্বাভাবিক চলছে। কাজ কর্মে কোন সমস্যা নেই।

(চ) উপজেলা পল্লী উন্নয়ন বিভাগঃ  উপজেলা পল­ী উন্নয়ন কর্মকর্তা সভায় জানান যে, একটি বাড়ি একটি খামার প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন ইউনিয়নের সংখ্যা ৪টি  , দলগঠন ৩৬টি , সমিতির সংখ্যা ৩৪ টি, সদস্য ভর্তি ২১৬০জন,সঞ্চয় জমা ৫৫.৯২লক্ষ, ঋণ বিতরণ১০৮.৭০ লক্ষ এবং ঋণ আদায় ১৯.৯৫লক্ষ, আদায় যোগ্য ৪১.৯৬ লক্ষ আদায়ের হার ৪৮%।

            (ছ) শিক্ষা বিভাগঃ  উপজেলা  শিক্ষা অফিসার, লাকসাম  জানান যে, প্রাথমিক বিদ্যালয়ের ভবন সম্বন্ধে সভায় বিস্তারিত আলোচনাক্রমে সিদ্ধান্ত হয় যে, ম্যানেজিং কমিটির মাধ্যমে পরিত্যক্ত ভবনের তালিকা দেয়ার জন্য এবং ঐভবনগুলোর ছাত্রছাত্রীর লেখাপড়ার জন্য ম্যানেজিং কমিটির মাধ্যমে স্থান নির্ধারন করে স্কুলের পাঠদান চালিয়ে যাওয়ার  জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। ১। বিশেষ অনুদান এর মাধ্যমে ডোম বাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, উপজেলা পরিষদ তহবিল হতে মেরামত করার সিদ্ধান্ত হয়।  খুন্তা, দৌলতগঞ্জ ও নশরৎপুর  সরকারী প্রাথমিক বিদ্যালয় গুলি বর্ষাকালীন জলবদ্ধতা হয় , জলবদ্ধতা দূরিকরণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট পত্র প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

(জ) উপজেলা মহিলা বিষয়ক বিভাগঃ   উপজেলা মহিলা বিষয়ক  কর্মকর্তা সভায় জানান যে, তাঁর দপ্তরের কাজকর্ম স্বাভাবিকভাবে চলছে। দাপ্তরিককাজ কর্মে সমস্যা  নেই বলে জানান।

          (ঝ) উপজেলা মৎস্য বিভাগঃউপজেলা মৎস্য কর্মকর্তা , এর প্রতিনিধি সভায় জানান যে, ক) মৎস্য হ্যাচারী মাছের আড়ৎ, খাদ্য কারখানা ও খাদ্য বিক্রেতার লাইসেন্স প্রদানের নিমিত্তে সকল ইউপি চেয়ারম্যান মহোদয়েরগনকে সহযোগীতা প্রদানের জন্য সভায় অনুরোধ জানানো হয়।                                                                   

(ঞ) উপজেলা সমাজসেবা বিভাগঃউপজেলা সমাজসেবা কর্মকর্তা, লাকসাম সভায় জানান যে, তার অফিসের কাজকর্ম স্বাভাবিক চলছে। কাজকর্মে কোন সমস্যা নেই। বয়স্ক ও বিধবা ভাতা সুষ্ঠুভাবে বিলিবন্টন করা হয়েছে।

 

(ট) উপজেলা প্রাণি সম্পদ কার্যালয়ঃউপজেলা প্রাণি সম্পদ সভায় জানান যে, লাকসাম উপজেলা ২০১২-২০১৩ অর্থ বছরে টিকা প্রদান, গবাদিপশু ও হাঁস মুরগী চিকিৎসা, কৃত্তিম প্রজনন, প্রশিক্ষণ, রাজস্ব আয়, ঋণ প্রদান-আদায়, ঘাস চাষ এবং ডিম, দুধ, মাংশ উৎপাদন ইত্যাদি কার্যক্রম সুষ্ঠুভাবে চলিতেছে। তিনি সভায় আরো জানান যে গবাদিপশু ও প্রাণি, হাঁস মুরগী খামার সরকারী নিয়মে  নিবন্ধন ও নবায়ন করতে হবে।

 

(ঠ) নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) বিভাগঃনির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ বিভাগসভায় জানান যে, তার অফিসের কাজকর্ম স্বাভাবিকভাবেচলছে।

 

            (ড) পল্লী বিদ্যুৎ বিভাগঃডিজিএম পল্লীবিদ্যুৎ সমিতি সভায় জানান যে, বর্তমানে কাজকর্ম  স্বাভাবিক গতিতে চলছে। লোডশেডিং সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য সর্বাত্নক চেষ্টা করা হইবে । স্কীম ম্যানেজারদের মাসে মাসে যে বিল আসে তাহার মধ্য থেকে ২৫% কম দেয়ার জন্য এবং অবৈধ বিদ্যুৎ লাইনের জন্য মোবাইল কোর্ট পরিচালনার জন্য সভায় বিস্তারিত আলোচনানর জন্য সর্বসম্মতিভাবে গৃহিত হয়। লোডশেডিং সংক্রান্তে আবহিত করার বিষয়ে আগামভাবে প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে মাইকিং করার জন্য উপজেলা ডিজিএম পল­ী বিদ্যুৎ লাকসামকে অনুরোধ করা হয়। 

           (ন)  উপজেলা  উপ-সহকারী  প্রকৌশলী(জনস্বাস্থ্য)ঃউপজেলা উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সভায় জানান যে, ২০১২-২০১৩অর্থ বছরে ৬নং গভীর নলকূপ ১৬টি তারা গভীর নলকূপ ২০টি এবং পিডিপি-৩ প্রকল্পের বরাদ্দ-৫০টি কাজ সম্পূর্ন হইয়াছে-১৪টি, ওয়াসকল লেট্রিন বরাদ্দ-১২টি।

           (ত) উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগঃ  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সভায় জানান যে,  সভায় জানান যে, ২০১৩সনের এস,এস,সি (ভোকেশনাল)এবং দাখিল পরিক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এস,&এসসির পাশের হার=৮৭%জিপিএ-৫=৮০জন,এসএসসি (ভোকেশনাল ) পাশের হার =৮৬%জিপিএ-৫=১১জন, দাখিল পাশের হার-৯৬%,জিপিএ -৫=৩২জন।

 

 

           (থ) উপজেলা ফায়ার সার্ভিস বিভাগঃউপজেলা ফায়ার সার্ভিস অফিসারসভায় জানান যে  তাঁর অফিসের পূর্ব পাশে পৌরসভা কর্তৃক ময়লা ও আবর্জনা ফেলে পরিবেশ দোষণ করছে। এ ব্যাপারে  উক্ত কর্মকর্তাকে সহকারী কমিশনার(ভূমি), লাকসামের নিকট পত্রযোগাযোগের সিদ্ধান্ত গ্রহীত হয়।

                                     

 

            (দ)উপজেলা খাদ্য  বিভাগঃউপজেলা খাদ্য  কর্মকর্তা সভায় জানান যে  তাঁর অফিসের কাজকর্ম স্বাভাবিক চলছে। কাজকর্মে কোন সমস্যা নেই। আমন সংগ্রহ-২০১২-১৩ অর্থ বছরে ৪৫৭.০০০ মেঃটন।

       ঃ

 ০৩ঃ

 

  (ধ)নির্বাচন বিভাগঃ নির্বাচন কর্মকর্তা সভায় জানান যে, নির্বাচন কমিশন সচিবালয় থেকে জাতীয় সংসদ ও ইউনিয়ন পরিষদ নিবার্চনের বিদ্যমান ভোটকেন্দ্রর ছবিসহ ২২টি তথ্য চাওয়া হইয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণের সহয়তা ২২টি তথ্য সংগ্রহ করা হইয়েছে। বিদ্যমান ভোটকেন্দ্র গুলোর ছবির জন্য ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানগণের সহায়তায় চাওয়া হয়েছে। সেই অনুযায়ি জাতীয় সংসদ ও ইউনিয়ন

 

পরিষদ নিবার্চনের বিদ্যমান ভোটকেন্দ্রে তালিকা ০১ সেট করে সম্মানিত চেয়ারম্যানগণদেরকে উপজেলা নিবার্চন অফিসার সরবারহ করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি তাঁর বক্তব্য শেষ করেন। 

        (ন)পরিসংখ্যান বিভাগঃ পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ কর্তৃক পরিচালিত অর্থনৈতিক শুমারি ২০১৩ এর মূল শুমারি অত্র উপজেলায় সুন্দর ও সুষ্টভাবে সম্পূর্ন হয়েছে।

 

(ন)  ইসলামিক ফাউন্ডেশনঃফিল্ড সুপারভাইজার ইসলামিক ফাউন্ডেশন সভায় জানান যে, বর্তমানে  লাকসাম উপজেলায় সন্ত্রাস ও জঙ্গীবিরোধী খুতবা ইমাম সাহেবগন প্রতিটি মসজিদে জুমার দিন আলোচনা করে থাকেন। ইসলামি ফান্ডেশনের কার্যক্রকে আরো বেগবান করার জন্য উপজেলা পর্যায়ে অফিস বরাদ্দ প্রয়োজন। এতে নিবার্হী মহোদয় একটি রুমের বরাদ্দের ঘোষনা দেন। উপস্থিত সকল সদস্যবৃন্দ নিবার্হী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। আর উপজেলা চেয়ারম্যান মহোদয় অফিস কক্ষ বরাদ্দের জন্য সম্মাত জ্ঞাপন করেন।

           ০৩। মানসস্মত শিক্ষা, দূনীতি প্রতিরোধ ও জনগনকে সেবাপ্রদান বিষয়ক আলোচনা কালে উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান যে, মানণীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের দিক নির্দেশনা মোতাবেক এ বিষয়ে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে । তিনি আরো বলেন মান সম্মত শিক্ষা, জনসেবা এবং দূর্নীতি বিরোধী কর্মসূচী বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন নিয়মিতভাবে দেয়ার জন্য প্রত্যেক মাসিক সভায় সকল কর্মকর্তাদের অনুরোধ করা হলে ও প্রত্যেক দপ্তর থেকে প্রতিবেদন পাওয়া যায়নি। নিয়মিত প্রতিবেদন দেয়ার জন্য সকল দপ্তর প্রধানদের অনুরোধ জানানো হয়।

০৪। ভিষন-২০২১ঃ  উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সভায় বলেন,  অফিস আদালতে  ডিজিটাল করা, হিসাব বিষয়টি আমরা  স্বল্প সময়ে কম্পিউটারের  মাধ্যমে অতি সহজে করা যাবে। সঠিকভাবে  কোন কার্যক্রম বাস্তবায়ন করতে ভিষন-২০২১ এর কর্মসূচি জোরালোভাবে গ্রহণ করতে হবে।

           ০৫। তথ্য অধিকার আইনঃউপজেলা নির্বাহী অফিসার বলেন, তথ্য অধিকার আইন অনুযায়ী যে কোন মানুষকে তথ্য প্রদান করতে সরকারী দপ্তর বাধ্য তাই প্রত্যেক দপ্তর প্রধানগণ সকলকে তার চাহিত তথ্য প্রদান করতে হবে। তথ্য পাবার জন্য সংশি­ষ্ট ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম সকলকে সংগ্রহ করে তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য প্রদান করার জন্য সকল বিভাগীয় প্রধানকে অনুরোধ করেন।

০৬।  ’’ একটি বাড়ী একটি খামার’’ প্রকল্প বাস্তবায়ন সংক্রান্তঃ-   উপজেলা পল­ী উন্নয়ন কর্মকর্তা সভায় জানান যে,  ‘‘একটি বাড়ী একটি খামার’’ প্রকল্পের  কাজ করা হয়। তিনি সভায় আরো জানান যে, একটি বাড়ি একটি খামার প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সভায় জানান যে, একটি বাড়ি একটিখামার প্রকল্পের অগ্রগতির প্রতিবেদন ইউনিয়নের সংখ্যা ৪টি  , দলগঠন ৩৬টি , সমিতির সংখ্যা ৩৪ টি, সদস্য ভর্তি ২১৬০জন,সঞ্চয় জমা ৪৯.৬০ লক্ষ, ঋণ বিতরণ ১০৫.৩৫ লক্ষ এবং&ঋণ গ্রহীতার সদস্য সংখ্যা-৯৩৩ জন।

           

             চেয়ারম্যান আজগরা ইউপিঃ চেয়ারম্যান আজগরা ইউপি সভায় জানান যে, রেললাইনের ব্রীজগুলি করার পরিপ্রেক্ষিতে ইউনিয়নগুলি জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তা দূরীকরণার্থে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

 

              সিদ্ধান্তঃ উক্ত বী্রজ নির্মাণ ঠিকাদারের সাথে সংশ্লিষ্ট চেয়াম্যানকে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।

 

             চেয়ারম্যান লাকসাম পূর্ব  ইউপিঃ চেয়ারম্যান লাকসাম পূর্ব ইউপি সভায় জানান যে, নুতন ভবন নির্মাণের জায়গা নিয়ে ঝটিলতা   হচ্ছে সভায় জানান।

            সিদ্ধান্ত  হয় যে পুনরায় ভবন নির্মানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পুনরায় পত্র দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

পরিপ্রেক্ষিতে ইউনিয়নগুলি জলবদ্ধতা সৃষ্টি হচ্ছে। তা দূরীকরণার্থে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

        

চেয়াম্যান গোবিন্দপুর ইউপিঃ চেয়াম্যান গোবিন্দপুর ইউপি সভায় জানান যে, গ্রামগঞ্জে খালবিল বাদ দিয়া মাছের চাষ করছে এবং মাঠগুলি জলবদ্ধতা সৃষ্টি করছে। সভায় বিস্তারিত আলোচনান্তে সিদ্ধান্ত  হয় যে, মোবাইল কোর্ট  পরিচালনার জন্য।

 

ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, লাকসাম সভায় জানান যে,মার্চ/১৩মাসের আইন -শৃংখলা সভায় লাকসামের মুচি বাড়ির পার্শ্বে রাস্তা পাকাকরন,একটি ডাষ্টবিন তৈয়ার করার জন্য এবং বাজারের গরু জবাইয়ের স্থান নির্ধারন,নির্ধারিত স্থানে ময়লা ফেলা সংক্রান্ত এবং  গ্রাম পর্যায়ে রাস্তাসংলগ্ন মাছ চাষীরা বেরী/পুকুর খনন করে মাছ চাষ করেন। মাছ চাষীরা বেরী/পুকুররের পাড় নির্ধারন না করে রাস্তাকে পাড় হিসেবে ব্যবহার করছেন। এতে রাস্তার মাটি ভেঙ্গে পুকুরে চলে যায় এবং জনগনের চলাচলের বিগ্ন সৃষ্টি হয়। বিষয়টি আইন-শৃংখলার মার্চ/১৩ মাসে দেখানো হয়াছে। তাই সংশোধন করা প্রয়োজন বিধায় এই সভায় সংশোধন করা হলো। 

সিদ্ধান্তঃমেয়র লাকসাম পৌরসভা/সকল মৎস্য চাষীকে বেরী/পুকুরের পাড় বেuঁধ মাছ চাষ করার বিষয়টি অবহিত করার জন্য সকল চেয়ারম্যানকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত উপজেলা পরিষদের মাসিক সাধারন সভায় সুপারিশ আকারে পেশ করার সর্বসম্মাতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

০৭।  বিবিধঃ

বিবিধ আলোচনাঃ ক) উপজেলা আবাসিক এলাকায় গেজেটেড কোয়াটার নং ০১(পশ্চিম অংশ) অনেক দিন যাবত খালী থাকায় বাসাটি ব্যবহার অনুপযোগী থাকায় ক্ষুদ্র মেরামতের মাধ্যমে বসবাসের ওউপযোগী করার নিমিত্তে প্রস্ত্তকৃত + ৯৩,৯৯২/- টাকার প্রক্কলন অনুমোদন সহ বিভাগীয় ভাবে নিম্নোক্ত কমিটির মাধ্যমে বাস্তবায়নের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

 

           কমিটিঃ

1)      উপজেলা নিবার্হী অফিসার ,লাকসাম,কুমিল্লা।

2)     উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাকসাম,কুমিল্লা।

3)     জনাব মোঃ মোখলেছুর রহমান ,সার্ভেয়ার ঃ

 

 ০৪ঃ

 

উপজেলা প্রকৌশলী কার্যালয়,লাকসাম,কুমিল্লা।

        বাস্তবায়নেঃ উপজেলা প্রকৌশলী, লাকসাম,কুমিল্লা ও চেয়ারম্যান সকল ইউপি, লাকসাম।                                         

(খ) ২০১২-১৩ অর্থ বছরের বিশেষ বরাদ্দ ৪৯,০০০০০/-টাকা  বর্তমান অর্থ বছরে কাজ না করায় উক্ত তহবিলে টাকা রাজস্ব তহবিলে জমা

দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

(গ) হাটবাজার/বাসাবাড়ি খাতের ৭০,০০০০০/- হতে ৪২,০০০০০০/- টাকা উন্নয়ন খাতে স্থানান্তরের এবং বাকী টাকা দিয়ে হাটবাজারের ১৫% উন্নয়ন  ও ৫% সুবিধা টাকা দেয়ার সিদ্ধান্ত  গৃহীত হয়।

(গ) সহকারী কমিশনার(ভূমি),লাকসাম, কুমিল্লা পশ্চিমগাঁও তহশিল অফিসকে ৭৩৫০/- টাকা ভূমি উন্নয়ন কর দেয়ার সিদ্ধান্ত  হয়।

 

সভায়  আর কোন  আলোচনার বিষয়  না থাকায়  সভাপতি  পুনরায় উপস্থিত সকলকে  ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা  করেন।

 

 

       স্বাক্ষরিত-

( মোঃ মজির আহমদ)

সভাপতি

চেয়ারম্যান

লাকসাম উপজেলা পরিষদ

লাকসাম, কুমিল্লা।

স্মারক নং-০৫.৫৫২.০০৬.০০.০০.০০৪.২০১৩-                                                                    তারিখঃ    ০২ /  ৬/২০১৩ খ্রিঃ।    

     অনুলিপি  প্রেরণ করা হলোঃ-

১। মাননীয় , জাতীয় সংসদ সদস্য, কুমিল­া-৯, লাকসাম, কুমিল্লা।                          সদয় অবগতির জন্য।

২।  সচিব, স্বরাষ্ট্র মস্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।                                      

     (দৃষ্টি আকর্ষণ) জনাব মোঃ  আব্দুল বাতেন মিঞা,

     সিনিয়র সহকারী সচিব, (রাজনৈতিক শাখা-২)।

৩।  জেলা  প্রশাসক, কুমিল­া।

৪।  সিনিয়র সহকারী সচিব,স্থানীয় সরকার বিভাগ,উপ-২ শাখা,

     স্থানীয় সরকার,পল­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়,ঢাকা।

৫। ভাইস চেয়ারম্যান/ মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, লাকসাম, কুমিল্লা

৬। মেয়র, লাকসাম  পৌরসভা।              

৭। উপজেলা...............................................অফিসার, লাকসাম , কুমিল্লা।          সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা  গ্রহণের জন্য ।

 ৮।চেয়ারম্যান,................................সকল ইউপি, লাকসাম, কুমিল্লা।.                                                                                                           

৯। জনাব.....................................................                            

 

স্বাক্ষরিত

                                                                                                                       উপজেলা নির্বাহী অফিসার

                                                                                                                            লাকসাম, কুমিল্লা।

                                                                                                                         ফোন-০৮০৩২-৫১৪০০

                                                                                                                           unolaksam@ mopa.gov.bd