Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
দোখাইয়া চাঁদপুর ঈসা মাজার শরীফ
বিস্তারিত

মরহুম মাওলানা আলী আশ্রাফী (চাঁদপুরী ) নিজ গ্রাম দোখাইয়া চাঁদপুরে ধর্ম প্রচারের কেন্দ্র স্থাপন করেন এবং দেশ-বিদেশ হতে হাজার হাজার মানুষ তাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। তিনি মাইজভা্ন্ডারের মতাদর্শে বিশ্বাসী ছিলেন এবং মাইজান্ডারের বিশিষ্ট খলিফা ছিলেন। বাদ্যযন্ত্রেরসহযোগে ধর্মীয় সাধন তত্ত্বে  তিনি বিশ্বাসী ছিলেন না। রীতিমত নামাজ রোজা হজ্ব ও যাকাত তিনি আদায় করতেন। ধর্মপ্রাণ মানুষ তাঁর কাছে বায়াত গ্রহণ করেছে। প্রতি বছর দোখাইয়া চাঁদপুরে ওরসের আয়োজন হয়। ধর্মপ্রাণ মানুষের সমাগমে মুখরিত হয়ে উঠে দোখাইয়া চাঁদপুর গ্রাম। পীর সাহেবের জন্ম ১২৮৩ বাংলা এবং তিরোধানকালে ১৩৬৭বাংলা  ২২শে কার্তিক। লেখাড়াকালীন মাওলানা আলী আশ্রাফ চান্দপুরী দীর্ঘদিন চন্দনাতে জায়গীর ছিলেন।