Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

লাকসাম উপজেলা কুমিল্লা জেলা তথা বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন উপজেলা। এ উপজেলা লাকসাম রেলওয়ে জংশন এবং ব্যবসা কেন্দ্র হিসাবে দেশে সুপরিচিত। এখানে অনেক দেশ বরেণ্য লোক এর জন্ম হয়েছে। এখনও এ উপজেলার অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। তথ্য  প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সরকারী-বেসরকারী সেবা দ্রুত পৌছে দেওয়া আমাদের সকলের মূল লক্ষ্য।

ভূমি ব্যবস্থাপনা, নির্বাহী ম্যাজিস্ট্রেসি, আইন-শৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রেজারী, স্থানীয় সরকার, শিক্ষা, পাবলিক পরীক্ষা, স্বাস্থ্য সেবা, জাতীয় ও স্থানীয় নির্বাচন ইত্যাদি কাজগুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে অনেকাংশই সম্পাদিত হয়ে থাকে। একারণে প্রতিদিন বহু মানুষ বিভিন্ন সেবা গ্রহণের উদ্দেশ্যে এ কার্যালয়ে আগমন করে থাকেন। জনগণ এ কার্যালয়ের সুবিধাসমূহ ইলেকট্রনিক পদ্ধতিতে যে কোন স্থান হতে যে কোন সময়ে তাড়াতাড়ি গ্রহণ করতে পারেন। মানুষ তার চাহিদা মোতাবেক সেবাসমূহের জন্য অন-লাইনে আবেদন করতে এবং গ্রহণ করতে পারেন। এর ফলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সরেজমিনে উপস্থিতির প্রয়োজনীয়তা ক্রমশঃ কমে আসবে।

সকলের সমন্বিত উদ্দোগের মাধ্যমে  একটি সুষ্ঠু, সুন্দর ও উন্নয়নমুখী দেশ গড়াই আমাদের সকলের অঙ্গীকার।

 

কাউছার হামিদ

উপজেলা নির্বাহী অফিসার

লাকসাম,কুমিল্লা