লাকসাম উপজেলা কুমিল্লা জেলা তথা বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন উপজেলা। এ উপজেলা লাকসাম রেলওয়ে জংশন এবং ব্যবসা কেন্দ্র হিসাবে দেশে সুপরিচিত। এখানে অনেক দেশ বরেণ্য লোক এর জন্ম হয়েছে। এখনও এ উপজেলার অধিকাংশ মানুষ কৃষি নির্ভর। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়ায় সরকারী-বেসরকারী সেবা দ্রুত পৌছে দেওয়া আমাদের সকলের মূল লক্ষ্য।
ভূমি ব্যবস্থাপনা, নির্বাহী ম্যাজিস্ট্রেসি, আইন-শৃঙখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রেজারী, স্থানীয় সরকার, শিক্ষা, পাবলিক পরীক্ষা, স্বাস্থ্য সেবা, জাতীয় ও স্থানীয় নির্বাচন ইত্যাদি কাজগুলো উপজেলা প্রশাসনের মাধ্যমে অনেকাংশই সম্পাদিত হয়ে থাকে। একারণে প্রতিদিন বহু মানুষ বিভিন্ন সেবা গ্রহণের উদ্দেশ্যে এ কার্যালয়ে আগমন করে থাকেন। জনগণ এ কার্যালয়ের সুবিধাসমূহ ইলেকট্রনিক পদ্ধতিতে যে কোন স্থান হতে যে কোন সময়ে তাড়াতাড়ি গ্রহণ করতে পারেন। মানুষ তার চাহিদা মোতাবেক সেবাসমূহের জন্য অন-লাইনে আবেদন করতে এবং গ্রহণ করতে পারেন। এর ফলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সরেজমিনে উপস্থিতির প্রয়োজনীয়তা ক্রমশঃ কমে আসবে।
সরকার ঘোষিত 'ভিশন ২০২১' বাস্তবায়নের জন্য সকলের সমন্বিত উদ্দোগের মাধ্যমে একটি সুষ্ঠু, সুন্দর ও উন্নয়নমুখী দেশ গড়াই আমাদের সকলের অঙ্গীকার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস