কুমিল্লা সদর হতে মাত্র ২৯ কিমি দক্ষিনে ডাকাতিয়া নদীর তীরে লাকসাম সদর অবস্থিত। লাকসাম উপজেলার যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে এবং উন্নয়নের প্রচেষ্টা সকল সময় অব্যাহত রয়েছে। পৌর এলাকাসহ লাকসাম উপজেলায় প্রায় ২৫ টি হাটবাজার রয়েছে। লাকসাম বাজারসহ কয়েকটি ব্যবসাকেন্দ্রে প্রচুর জনসংযোগহয়ে থাকে এবং প্রচুর বেচাকেনাও হয়। নিত্য প্রয়োজনীয় মালামাল ঢাকা, চট্টগ্রাম, চৌমুহনী, চঁাদপুর হতে সংগ্রহ করে লাকসামের বিভিন্ন হাটবাজারে বিক্রয় করছে। হাটবাজার হতে পৌরসভা ও উপজেলা পরিষদ বছরে প্রায় কোটি টাকা রাজস্ব আদায় করছে। লাকসামে বরতমানে প্রায় ২০ টি অটো রাইচ ও ফ্লাওয়ার মিল, প্রায় ১০ টি সরিষার তেলের মিল, একাধিক সিগারেট ফ্যাক্টরিসহ শতাধিক ভোগ্যপণ্যের ফ্যাক্টরি রয়েছে। তাছাড়া লাকসামে আধুনিক পদ্ধতিতে মাছের কৃত্তিম প্রজনন হচ্ছে এবং প্রচুর মৎস্য হ্যাচারী রয়েছে। সরবোপরি লাকসাম দৌলতগঞ্জ বিরাট বাজারে ডাকাতিয়া নদীর তীরে ব্যবসা বানিজ্যের সুযোগ অফুরন্ত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস