Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পৌরসভা ডিজিটাল সেন্টার

পৌরসভা তথ্য ও সেবা কেন্দ্র ( ডিজিটাল সেন্টার)


রূপকল্প ২০২১ বাস্তবায়নে জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে সেবা পৌঁছে দেবার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী মিস হেলেন ক্লার্ক ২০১০ সালের ১১ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারাদেশের সকল ইউনিয়ন পরিষদে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) স্থাপন করেন। ইউআইএসসি স্থাপনের ফলে গ্রামীন মানুষের জীবনে ব্যাপক ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে তেমনি এবার শহরের মানুষদের সেবা দিতে আসছে পৌরসভা তথ্য ও সেবা কেন্দ্র (পিআইএসসি)। জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে সেবা পৌঁছে দেবার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারাদেশের সকল পৌরসভায়/ ইউনিয়ন/সিটি ডিজিটাল সেন্টার এর কার্যক্রম শুরু করেছেন । এর মাধ্যমে জনগন সেবা পাবে ঘরে বসে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন পুরনে ডিজিটাল পৌরসভা গড়ার লক্ষ্যে তথ্য ও সেবা, সরকারী ফরম সংগ্রহ-ফরম পুরন, পাসপোর্ট ভিসার আবেদন, সরকারী ফি প্রদান, বিদ্যুৎ বিল-পানির বিল গ্রহন, অনলাইনে জমির পর্চার আবেদন, স্ট্যাম্প ও কোর্ট ফি সংগ্রহ, অনলাইনে চাকুরীর আবেদন ও তথ্য , সেনা-নৌ-বিমান বাহিনীতে আবেদন ও ফি গ্রহন, অনলাইনে বিমান টিকিট-বাস টিকিট অগ্রিম বুকিং , উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন সহায়তা, ঘরে বসে ইন্টারনটে আয়, মাল্টিমিডিয়া শিক্ষা পদ্ধতি , ব্যাংকিং , অনলাইনে কেনাকাটা সেবা সমস্ত সেবা নিশ্চিত করতে পৌরসভা পৌছে যাবে আপনার দরজায় , পৌরসভা দেশ-বিদেশের সকল তথ্য ও সেবা পৌর ডিজিটাল সেন্টার এর মাধ্যমে পৌছে দিবে জনগনের দরজায়।

আর জনগনের সেবা নিশ্চিত ও সহজলভ্য করতে স্থানীয় সরকার বিভাগ, সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ একসেস টু ইনফরমেশন প্রোগ্রাম(এটুআই) প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়িত পৌরসভা ডিজিটাল সেন্টার । সরকারী বা বেসরকারী সেবা গ্রহনের জন্য সময় বা অর্থ অপচয় হবে না পৌর নাগরিকদের । মোঃ শফিউল আলম, উদ্দোক্তা, তথ্য সেবা কেন্দ্র, লাকসাম পৌরসভা, লাকসাম, কুমিল্লা। মো: ০১৭১৪-১২১৫১৮, ই-মেইল: shofioulalam@yahoo.com.