লাকসাম পৌরসভা এলাকার একটি গ্রামের ফুটবলার কালু মিয়া ওরফে ডিজেল ইঞ্জিন ফুটবল জগতে এক সময় লাকসামের গৌরব ছিল। তিনি অনেক নাম ও যশের অধিকারী ছিলেন। ১৯৬৩ সালে তৎকালীন পাকিস্তানের জাতীয় দলের একজন হয়ে কালু মিয়া দেশের বিভিন্ন জায়গায় এবং অতঃপর পশ্চিম পাকিস্তান ও কলকাতায় বহুবার ফুটবল মাঠে নাম কুড়িয়েছেন। তঁার খেলার ক্ষিপ্রতা এত দ্রুত ছিল যে মাঠে নামলেই দরশকগণ তঁাকে ডিজেল ইঞ্জিন বলে অভিনন্দন জানাত। এছাড়া লাকসামের ক্রীড়াঙ্গনে এককালে আলোড়ন তুলেছিলেন শিশির সাহা, নিকুঞ্জ সাহা, দুলাল, হাবিব, অরুন, আক্কাছ, আঃ রহমান, এরা কেউ প্রয়াত কেউ বুড়ো হয়ে গেছেন। সাম্প্রতিককালে গোলকিপার বিপ্লবসহ অনেকে জাতীয় পরযায়ে লাকসামের প্রতিনিধিত্ব করছেন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জনাব মোঃ তবারক উল্লা কায়েস ক্রীড়ার উন্নয়নে আন্তরিকভাবে পরিশ্রম করে যাচ্ছেন। কুমিল্লায় জেলা প্রশাসক গোল্ডকাপ প্রতিযোগিতায় লাকসাম উপজেলা ৫ বার চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অরজণ করেছে।
লাকসাম স্টেডিয়াম-শহরের জংশন এলাকায় অবস্থিত।
প্রতি বছর এ স্টেডিয়ামে নিম্নলিখিত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ঃ
১। ১ম বিভাগ ফুটবল লীগ
২। প্রতি বৎসর ভলিবল লীগ অনুষ্ঠিত হয়
৩। আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা এবং
৪। আন্তঃ স্কুল বিভিনন ক্রীড়া প্রতিযোগিতা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস