উপজেলা প্রশাসনের পটভূমিঃ
লাকসাম শহরটি বানিজ্যিক শহর হিসেবে পরিচিত। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিঃ মিঃ প্রায় ৫,০০০। বাংলাদেশে বৃহত্ত পাঁচটি রেলওয়ে জংশনের মধ্যে এটি একটি। লাকসাম থানাকে উপজেলায় রূপামত্মর করা হয় ১৯৮২সালে। তখন এর আয়তন ছিল প্রায় ৫২৯.৩৪ বর্গ কিঃ মিঃ। তখন এই উপজেলায় ২৭টি ইউনিয়ন ছিল। ১৯৮৩সালে ০৫টি ইউনিয়ন ১) বাঙ্গডা ২) পেরিয়া ৩) নাঙ্গলকোট ৪) জোড্ডা ৫) আদ্রা ইউনিয়ন কে নাঙ্গলকোট উপজেলায় অমর্ত্মভূক্ত করা হয়। ২০০৩সালে ১১টি ইউনিয়নু ১) খিলা ২) নাথেরপেটুয়া ৩) বিপুলাসার ৪) ঝলম উত্তর ৫)ঝলম দক্ষিণ ৬) মৈশাতুয়া ৭) লক্ষণপুর ৮) বাইশগাঁও ৯) হাসনাবাদ ১০) সরশপুর ১১) উত্তর হাওলা কে মনোহরগঞ্জ উপজেলায় অমর্ত্মভূক্ত করা হয়। সর্বশেষে ২০০৪ সালে ০৪টি ইউনিয়ন ১) বাগমারা ২) ভোলইন ৩) বেলঘর ৪) পেরুল ইউনিয়ন কে সদর দক্ষিণ অমর্ত্মভূক্ত করা হয়। বর্তমানে ০৭টি ইউনিয়ন- ১)বাকই ২) মুদাফরগঞ্জ ৩) কান্দিরপাড় ৪) গোবিন্দপুর ৫) উত্তরদা ৬) আজগরা ৭) লাকসাম পূর্ব ও লাকসাম পৌরসভা নিয়ে লাকসাম উপজেলার কার্যক্রম চলমান আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস